lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-27T15:20:37Z
ধর্মীয় উৎসব

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী বারুনী স্নানের উদ্বোধন

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ প্রতিবারের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী গঙ্গামাতা মন্দিরে বারুনী স্নান অনুষ্ঠিত হচ্ছে। মধুকৃষ্ণা একাদশী তিথিতে সূর্যোদয়ের সাথে সাথে বিপুল সংখ্যক সনাতন 


ধর্মাবলম্বীদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নদীতে পূণ্য স্নান করেন। ওইসময় পূণ্যার্থীগণ পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন। এতে অসংখ্য সনাতনী ভক্তবিন্দু ও পূণ্যার্থী অংশ নেন।


বৃহস্পতিবার পৌর শহরের টিকাপাড়া এলাকায় শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির কমিটির আয়োজনে উত্তর প্রবাহিনী সেনুয়া নদীতে শ্মশান মন্দিরের পার্শ্বে এই গঙ্গাস্নানের উদ্বোধন করা হয়।


এ সময়ে উপস্থিত ছিলেন গঙ্গা মাতা মন্দির কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় চন্দ্র রায়, সহ-সভাপতি গণেশ কর্মকার, সাধারণ সম্পাদক নিতাই কুমার সিংহ, পুরোহিত শিব প্রসাদ গোস্বামী সহ অন্যান্যরা।


এদিকে মন্দির কমিটির সভাপতি বিজয় চন্দ্র রায় জানিয়েছেন অনুষ্ঠান ঘিরে শহরের অসংখ্য মানুষের সমাগম এখানে হয়। প্রতি বছরেই তারা পূজা ও বারুনী স্নানের এই আয়োজন করে থাকে। তবে এই আয়োজনকে ঘিরে কোনরকম সহযোগিতা পাননা তারা। সহযোগিতা পেলে আরো উৎসব মুখের পরিবেশে ধুমধাম করে তিনদিনের আয়োজন করা সম্ভব।


এই স্নান অনুষ্ঠান চলবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত।