lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-09T05:01:29Z
পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠিত

Advertisement


 


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 সুশাসনের জন্য নাগরিক - সুজন  চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির উদ্যোগে পরিচিত সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ক্লাবসুপার মার্কেটে কাজী ফার্মস কিচেন রেস্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  


সুশাসনের জন্য নাগরিক - সুজন  চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির।


 প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা কমিটির  সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পৌর কমিটির সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুস সামাদ,সহ - সভাপতি  বদরুদ্দোজা আব্দুর রউফ।


 সুজনের পৌর কমিটির যুগ্ন সাধারণ  সম্পাদক সেলিম রেজা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সুজন পৌর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান, প্রচার সম্পাদক মুনিরুল ইসলাম মুনির,সদর উপজেলা কমিটির সভাপতি নূরে আলম সিদ্দিকী আসাদ,সাধারণ সম্পাদক জারিফ হোসেন।


ইফতার মাহফিলে সুজন পৌর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ওয়ালিদ হাসান মাইনুল কে জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় সুজন পৌর কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলেদেন অতিথিরা। 


জেলা কমিটির সভাপতি আসলাম কবির সুজনের পৌর কমিটির সদস্যদের পরিচিত করিয়ে দেন তিনি। ইফতার মাহফিলে পৌর কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল মারুফ, অর্থ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুল হোদা,দপ্তর সম্পাদক সাদিকাতুল বারী সুমন,প্রচার সম্পাদক মারুফ হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক এম এল রহমান চৌধুরী এলার,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ নাজিম, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ এস এম আলী হায়দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সহ পৌর কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


সুশাসনের জন্য নাগরিক সুজন পৌর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওয়ালিদ হাসান মাইনুল সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন তিনি।