Advertisement
মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি রামগড় ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের মধ্য লামকুপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে মোঃ সাইফুল নামে এক ব্যক্তিকে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে এবং পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।