lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-05T10:26:24Z
অন্য খবর

নরসিংদীর পলাশে পৌর বিএনপির নেতার নামে ফেসবুকে গুজব

Advertisement


 


হাজী জাহিদ, নরসিংদী:

নরসিংদীর পলাশের পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি  পলাশ উপজেলার সাবেক  ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার (৪৯) পিতা: মোঃ আলাউদ্দিন, এর বিরুদ্ধে এক ফেইসবুক গ্রুপ থেকে  চাঁদা আদায়ের গুজব ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে,  চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশের বিভিন্ন দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে ও শহরের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এমন ঘটনা অনলাইনে প্রচারের পর  তিনি এসে দূরন্ত পলাশ ফেসবুক গ্রুপ এবং পলাশের কথা  নামের  আইডির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। তবে পলাশ থানার বিএনপির বিভিন্ন  নেতারা বলছেন  মোঃ আলম মোল্লা  ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।


চাঁদা দাবির অভিযোগ আনা ওই দূরুন্ত পলাশ নামের এই ফেসবুক গ্রুপটি যারা যারা পরিচালনা করেন মুহম্মদ নাঈম,রায়হান আহমেদ, তাসনিম জাহান, মোঃ আফরাত  আহমেদ ইমন, ফারজান মাহমুদ ইমরান, নাসরিন সুলতানা, নিপা বেগম, আজমেরি সুলতানা, জাহাঙ্গীর হোসেন, খান মোহাম্মদ আবুল কালাম, নিয়াজ মোহাম্মদ, হাসিনা বেগম, মাসুদুল ইসলাম,  রুনা ইসলাম।


আলম মোল্লা বলেন আমি এই আইডির বিরুদ্ধে দরকার হয় সংবাদ সম্মেলন করব যারা যারা পরিচালনা করছেন তারা কি এগুলি লক্ষ্য করেন না তারা যদি এগুলো লক্ষ্য না করে থাকেন তাহলে আমি তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করব, একটা মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোন মানুষেরই কাম্য নয়, কিন্তু এই ফেসবুক গ্রুপ থেকে যেভাবে নানা মানুষকে নিয়ে নানাভাবে মন্তব্য করে থাকে পোস্ট করে থাকে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে এটা কোনভাবেই কাম্য নয়, আমি আশা করব যারা এই গ্রুপটি নিয়ন্ত্রণ করেন কে কি ছাড়লো কে কি পোস্ট করল ভালো করে তদারকি করবেন, 


মোঃ আলম মোল্লা আরো বলেন পলাশ থানায়  ০৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় পলাশ থানাধীন পলাশ দড়িহাওলাদাড়া সাকিনস্থ আমার নিজ বসত বাড়িতে অবস্থান করা কালে আমার ফেসবুক আইডি হইতে দেখিতে পাই যে, Duronto palash (দুরন্ত পলাশ) গ্রুপ এবং পলাশের কথা নামের ফেসবুক আইডি থেকে আমার ও আরো অনেকের  নামে বিভিন্ন মিথ্যা, গায়েবী ও বানুযাট অপপ্রচারমূলক পোষ্ট করছে এবং আমার ভাবমূতি ক্ষুন্ন করিতেছে। আমি এই আইডির বিরুদ্ধে Duronto palash (দুরন্ত পলাশ) গ্রুপ এবং পলাশের কথা নামে ফেসবুক আইডি থেকে  মিথ্যা পোষ্ট করিয়া মানহানির অপচেষ্টা করিছে। আমি উক্ত বিষয়টি স্কীনশর্ট নিয়ে তথ্য প্রমাণ হিসাবে থানায় জমা দিয়ে আসি। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রযোজন সাপেক্ষে আইসিটি ও মানহানি মামলা করার জন্য পুনরায় আবেদন করা হবে বলেও জানান তিনি। 


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ মনির হোসেন বলেন,আলম মোল্লা সাহেবের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।