lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-25T06:40:30Z
ইফতার মাহফিল

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

Advertisement


 


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্ছাসেবী সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল' এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বালিশিরা হাউসে (কামারগাঁও হাজীবাড়ি) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু।

খাদ্য বিতরণ কর্মসুচী ২০২৫ এর সমন্বয়ক ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীরের সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, হৃদয়ে শ্রীমঙ্গলের উপদেষ্টা মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা ও  কৃষক আব্দুল মজিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য বিতরণ কর্মসুচীর সমন্নয়ক রুবেল আহমেদ, সহযোগী সমন্বয়ক আব্দুল রব রুবেল এবং সুয়েজ আহমেদ প্রমুখ।

ইফতার মাহফিলে হৃদয়ে শ্রীমঙ্গলের নেতারা বলেন, "কয়েক বছর ধরে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে হৃদয়ে শ্রীমঙ্গল সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, রোগগ্রস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, বেকার জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য ও অন্যান্য সহায়তা অব্যাহত রয়েছে।"