Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ভুক্তভোগী পরিবার।
৮ মার্চ (শনিবার)সকালে উপজেলার হাসনগঞ্জ-চকচকিয়া বাজারে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সালামের মেয়ে ফাতেমা আক্তার।
এ সময় সালামের স্ত্রী বাছাতন নেছা,বয়োবৃদ্ধ মা ছালেহা খাতুন,প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাজহারুল হক খান, ইউপি সদস্য নাসির উদ্দিন মেজবাহ,স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন মিয়া, সেক্রেটারি সানোয়ার হোসেনসহ দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ফাতেমা আক্তার বলেন,আমার বাবার খুনিদের দেখতে চাই; আমি এতিম সন্তান,বাবার খুনিদের ফাঁসি চাই। হত্যার প্রায় দেড় মাসেও কেন কোন ক্লুই খুঁজে পাচ্ছে না পুলিশ। আগামী সাত দিনের মধ্যে খুনের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করার আল্টিমেটাম দিয়ে বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা থাকবে না। আমরা ভয়-আতঙ্কে আছি। নিরাপত্তাহীনায় ভুগছি।
প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, হত্যাকাণ্ডের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে গেছে। অভিভাবক-শিক্ষার্থীদের দাবি আসামিরা ধরা না পড়ায় এলাকায় ভয়-আতঙ্ক বিরাজ করছে।
বণিক নেতাদের দাবি স্থানীয় বাজোরে ব্যবসায়ীরা সন্ধ্যার পরই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। দুর্গম এলাকা রাতে চলাফেরা করতে গেলে গা ছমছম করে। পারতপক্ষে রাতের অন্ধকারে কেউ ঘর থেকে বের হয় না।
এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, 'আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। এটা ক্লুলেস হত্যাকাণ্ড। আমরা ধীরে ধীরে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগাচ্ছি। আশা করা যাচ্ছে শিগগিরই মামলার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে।' পরিবারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি জানান, বাদীপক্ষ চাইলে পুলিশের যেকোনো সংস্থা দিয়ে তদন্ত করাতে পারবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে মৃত আমির আলীর ছেলে ব্যবসায়ী সালামকে জবাই করে হত্যার পর মরদেহ লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন নেছা বাদি হয়ে থানায় অজ্ঞাত নামা মামলা করে। মামলাটি প্রথমে তদন্ত করে সখীপুর থানার ওসি (তদন্ত) প্রভাষ রায়। পরে ওই থানার উপ-পরিদর্শক সুমন মিয়ার কাছে মামলাটি স্থানান্তর করা হয়।