Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে তিন মাসের এক শিশু সন্তানের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক গৃহবধূ। ঘটনা ঘটেছে নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের বাশার সিকদারের ছেলে মো. সজিবের বাড়িতে বৃহস্পতিবার সকালে।
জানাগেছে, ১৫ মাস আগে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের বাশার সিকদারের ছেলে সজীবের সঙ্গে মেনিপড়া গ্রামের নাদিয়ার বিয়ে হয়। স্বামী সজীবের সঙ্গে মনোমালিন্য হলে অন্তঃসত্ত্ব অবস্থায় নাদিয়া তার বাবার বাড়িতে চলে যান। পরে স্বামী সজীব কোনো খোঁজ খবর না নেয়ায় নাদিয়া বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনা মোতাবেক সজিব মুচলেকা দিলে স্ত্রীকে নিয়ে বাড়ী ফেরেন । কিন্তু পথিমধ্যে স্বামী সজীব স্ত্রী নাদিয়া মারধর করে পালিয়ে যায়। এরই মধ্যে তিন মাস আগে নাদিয়ার কোলে মেয়ে সন্তান জন্ম নেয়। খবর পেয়ে স্বামী সজিব কোর্টের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন। কিন্তু তালাক প্রত্যাখ্যান করে দেয় নাদিয়া । তালাকের পরপরই সজিব তার নবজাতক সন্তানকে অস্বীকার করছেন। নিরুপায় হয়ে ওই শিশু কন্যাকে নিয়ে নাদিয়া স্বামী সজিবের বাড়ীতে অনশনে বসেছেন।
নাদিয়া বলেন, আদালতের বিচারকের নির্দেশ স্বামী সজিব মুচলেকা দিয়ে আমাকে তার বাড়ীতে নিয়ে আসবে। কিন্তু পথিমথ্যে আমাকে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়। বিচারকের কথা অমান্য করে আমাকে তার বাড়ীতে নেয়নি। এখন তার সন্তানকে তিনি অস্বীকার করছেন। তাই কোন উপায় না পেয়ে সন্তানের স্বীকৃতির জন্য অনশনে বসেছি।
নাদিয়ার মা সেলিনা বেগম বলেন, অনেক দিন ধরে ঝামেলা চলছিল। কোনো উপায় না পেয়ে আমরা আদালতে মামলা করি। আদালতে নির্দেশনায মোতাবেক মেয়েকে এক মাসের জন্য তাদের বাড়িতে পাঠানো হবে। এক মাস পরে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দিবে। তবে আদালত থেকে ফিরে সজীব তার বাড়িতে স্ত্রীকে নেয়নি পথে মারধর করে রেখে গেছে।
স্থানীয় আনছার আলম বলেন,আমি তেমন কিছু জানি না। আমি এলাকার মুরুব্বী সকালে এই মেয়ে আমার বাড়িতে এসেছে পরে মেয়েকে নিয়ে সজীবের বাড়িতে গিয়েছি। সজিবের কথা জিজ্ঞেস করলে সজিবের মা বলে সজীব বাড়ি নেই, সজীবেরর মাকে বললাম তোমাদের বউ আমি নিয়ে আসছি ঘরে উঠাও। কিন্তু বউকে ঘরে উঠায়নি। তিন মাসের সন্তান নিয়ে দরজার সামনে বসে আছে।
শ্বাশুড়ি সজিবের মা বলেন, ছেলের বউ আট মাস আগে আমার বাড়ি থেকে তার বাবার বাড়ি বেড়াতে চলে যায়। পরে আমার বাড়িতে আসে না। আমার ছেলে তার বউকে অনেক বার কল দিলে ফোন বন্ধ পায়। ছেলের সন্দেহ হয় অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে। তার মায়ের কাছে চট্টগ্রাম ছিল ওই সময় নাকি অন্য এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতে যেয়ে ধরা খেয়েছে। এটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। কিছু দিন পরে আমার ছেলের বিরুদ্ধে বরগুনা নারী শিশু নির্যাতন আদালতে মামলা করে ছেলের স্ত্রী। এখন আমার ছেলে ঘরে বউকে উঠাবে কিনা আমি জানিনা এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
সজীব সিকদার বলেন, আদালতের নির্দেশ মতো আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ী ফিরছিলাম কিন্তু পথিমথ্যে সে বাবার বাড়ীতে চলে গেছে। নাদিয়াই আদালতের আদেশ অমান্য করেছে। এখানে আমার কিছুই করার নেই।
তালতলী থানার (ওসি) মোঃ শাহাজালাল বলেন, সন্তানের স্বীকৃতির দাবীতে অনশন বসেছেন বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।