lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-20T16:28:41Z
জাতীয়

ধানের ভুষি, ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল মসলা

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন মসলা মিলে ধানের ভুষি, রঙসহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর নানাদ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল মসলা। খবর পেয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মিলগুলোতে অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের সাগরদিঘী রোডস্থ মো. খসরু আলমের মালিকানাধীন ভাই-ভাই মসলা মিলে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যান্য মসলা মিলের মালিক-কর্মচারীরা মিল তালাবদ্ধ করে পালিয়ে যান। ফলে আশপাশের এলাকার মসলা মিলগুলো বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় শ্রীমঙ্গল উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার একাধিক মসলা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মসলায় ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক একজনকে ৫০ হাজার অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’