বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। অসহায় দুঃস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার বিতরণ করেন আমতলী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে এবং মুক্তি কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বরগুনা আমতলী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেছেন।
Advertisement
আজ আজ বুধবার (১২ মে) আমতলী চৌরাস্তায়, আমতলী বিএনপি অফিসের সামনে বিকেল ৫ টায় ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা আহবায়ক মোঃ সোয়েব ইসলাম হেলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, আমতলী সরকারি কলেজে সাবেক আহবায়ক রাজিব মৃধা, আমতলী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি, ইমন মিয়া, সিনিয়র সহ-সভাপতি সজল মৃধা, সহ-সভাপতি মোসাম্মৎ মিম আমতলী সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক, রাহাত প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সজল মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত মৃধা মহিমা বিশ্বাস, মারিয়া আফরিন, এস এম সাব্বির মোল্লা প্রমুখ।
উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমাদের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে এই শহরে রিকশাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেন রমজানে না খেয়ে থাকে তাই আমাদের কলেজ ছাত্রদলের এ প্রচেষ্টা।