lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-01T13:06:16Z
আইন ও অপরাধ

সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Advertisement


 

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোস্তফা শেখ, মন্জুর শেখ, মৃত খবির শেখের ছেলে আলহাজ্ব বাবর আলী শেখ ও মৃত কাদের শেখের ছেলে দুলাল শেখের বাড়িতে জমিজমাসংক্রান্ত জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে, এলাকার চিহ্নিত ছাত্রলীগনেতা মাজেদ জোয়াদ্দারের ছেলে রাকিব,রজব মোল্লার ছেলে রাজিবের নেতৃত্বে গত ২৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখে রাত ৮:৩০ ঘটিকায় হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী মোস্তফা শেখ, আলহাজ্ব বাবর আলী শেখ, মন্জুর শেখ ও দুলাল শেখ বলেন,রাত সাড়ে আটটার দিকে রাকিব,রাজিব, রশিদ,চাদু, রেজাউল সহ ৩০-৪০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে,বাড়ি ঘর, পাওয়ার টিলার, বিড়িংয়ের গ্লাস,পাইপ ভাঙচুর করে এবং বিড়িংয়ের গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে স্টিলের বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। ভাঙচুর ও লুটপাটের প্রায় ২২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এলাকার প্রধানগণ বিষয়টি মিমাংসার কথা বললেও তারা কোন ব্যবস্থা নেয়নি।এ ঘটনায় থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, ঘটনাটি ঘটেছে আমার যোগদানের পূর্বে, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।