Advertisement
হাজী জাহিদ:
নরসিংদী পলাশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে একই স্কুল মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার লিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন, ওসি তদন্ত কুতুব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুল ইসলাম ও পবিত্র দত্তসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।