Advertisement
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ৬ মার্চ রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫৭তম সভা এবং মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা এবং ইফতার ও দোয়া এবং চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইয়াহিয়া সোহেল।
ক্লাব সভার পাশাপাশি "মাহে রমজানের তাৎপর্য " শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার মেম্বার রোটারিয়ান পিডিজি এএফএম আলমগীর, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, রোটারিয়ান মোঃ মাসুদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম হোসাইন শাহী,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম,পাস্টপ্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল হাসান রন্জু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনিরুল হক,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিতা চৌধুরী।
মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালার দেয়া বিধান গুলোর মধ্যে সিয়াম বা রোজা অন্যতম।একজন মুসলমানদের জীবনের গোনাহ মাফের জন্য রোজার সময় ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত মুসলিম ইমানদারের প্রমান হিসেবে সিয়াম বা রোজা অন্যতম।
ক্লাব চার্টার মেম্বার পিডিজি এএফএম আলমগীর বলেন,রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।
ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস রোটারিয়ান পিপি কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।
পরবর্তীতে ক্নাবের পক্ষ থেকে স্থায়ী প্রজেক্ট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স শিক্ষার্থী কাশিনাথপুর এর মুনতাসীর মুন্নার শিক্ষা সহায়তার চেক হস্তান্তর করা হয়। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।