lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T06:41:42Z
ইফতার মাহফিল

গাবতলীর দূর্গাহাটা ইউনয়িন বিএনপির দোয়া ও ইফতার

Advertisement


 

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন  ও সাবকে প্রধানমন্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও র্দীঘায়ু কামনা এবং ছাত্র আন্দােলনে সকল শহিদদের আত্নার মাগফরিাত কামনায় দোয়া ও ইফতার মাহফলি অনুষ্ঠতি হয়ছেে ।গতকাল দূর্গাহাটা ইউনয়িন বিএনপির ও অঙ্গদলরে আয়োজনে দূর্গাহাটা স্কুল মাঠে দোয়া ও ইফতার অনুষ্ঠতি হয়ছেে ।দূর্গাহাটা ইউনয়িন বিএনপির সভাপতি আলি আকবর একাব এর সভাপতত্বিে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, বিশেষ  অতিথি ছিলেন  বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজলো বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,আরো উপস্থতি ছলিনে  উপজেলা বিএনপির সহ সভাপতি আরশাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  মুঞ্জুর মোরশেদ, পৌর বিএনপির যুগ্ন সাধারন সমম্পাদক হারুনুর রশীদ হারুন, উপজলো বিএনপির যুগ্ন সাধারন সমম্পাদক সুরাইয়া জরিন রনি, সহ সাধারণ সম্পাদক মজিানুর রহমান মিন্টু,আব্দুর গফুর টুকু, সহ  সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহনি, মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল, সোহেল, বাদল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ ঠান্ডু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার ,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সহ সভাপতি তৌকির, সাংগঠনিক সম্পাদক  মোস্তাফজিুর রহমান মোস্তা,পৌর ছাত্রদলরে সভাপতি জাকরিুল ইসলাম লুকু, সাধারন সম্পাদক রাহাত রহমান তাসকনি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু, সদস্য সচিব কামরুল ইসলাম ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মোল্লা, সদস্য সচিব নিরব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক ইসলাম প্রমুখ।