Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সর্বস্তরের শ্রমিকদের নিয়ে গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বুধবার (১৯শে মার্চ) বিকালে উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারী মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি হোসাইন আহমেদ, সাবেক উপজেলা সভাপতি মাওলানা মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী প্রমুখ।
এছাড়াও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা-কর্মীরা ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।