lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-16T14:21:59Z
শিক্ষা

ইসলাম ধর্ম অবমাননা করায় পাবিপ্রবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্ম অবমাননা করায় আজ ১৬মার্চ রোজ রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এবং ফার্মেসি বিভাগের কয়েকজনের বিরুদ্ধে ইসলাম অবমাননা করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক মন্তব্য করায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডুকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রণয় কুন্ডু তার ফেসবুক টাইমলাইনে "ধর্ষক মানসিকতার মাস্টারমাইন্ড" শিরোনামে ড. জাকির নায়েকের একটি ছবি শেয়ার দিয়ে লিখেন, "যাই হোক না কেন, দোষ মেয়েদের। মেয়ে যদি দুধের শিশুও হয়, তাও দোষ মেয়েদের। মেয়েরা Attract করে ছেলেদের দিয়ে rape করায়। ওহ! Rape হওয়া হলো একটা টেস্ট, Rape হওয়ার পর মেয়েরা কী করে, তার টেস্ট।  

‎What a great mentality!!!! Salute you, sir."

‎এই পোস্টের মন্তব্যে বিকর্ণ দাস লিখেন, "এর ভক্তরা তো এর মূত্র সেবন করতে পারলেই ভাবে জান্নাত নিশ্চিত।"

‎এই পোস্ট ও মন্তব্যের জেরে ক্যাম্পাসজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ১৪তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে শিক্ষার্থীরা তাদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এর পর ১৫তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে ও প্রশাসনিক ভবনের সামনে  বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এবং ১৬তারিখ রবিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।এক পর্যারে প্রশাসনিক ভবনের বাহিরে তালা দেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।


দুপু্র ২টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্বে একটি জরুরি মিটিং এর মাধ্যমে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কামরুজ্জামান। এবং পরবর্তীতে আরো বিস্তারিত তদন্ত ও প্রমাণ সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কারের সীদ্ধান্ত নেওয়া হতে পারে।


এছাড়াও ফার্মেসি বিভাগের হিন্দু ধর্মীয় সংগঠনে মেসেঞ্জার গ্রুপেও মুসলিম ধর্ম অবমাননার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি এবং দ্রুততম সময়ে তাদের বিচারের আওতায় আনা হবে।


শিক্ষার্থীদের দাবি আদায় এবং ধর্ম অবমাননা কারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেবে বলে জানান আন্দোলনকারীরা।