Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে ১ হাজার ২ শত সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে 'শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ'। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন।
সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।