Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: পাবনা জেলা রোভারের সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আকবর রাজু।
আলী আকবর রাজু সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজ থেকে এইচএসসি,১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যায় থেকে বিএঅনার্স (বাংলা)১৯৯৮ সালে এমএ, ২০১৪ সালে পাবনা শহীদ আমিনুদ্দিন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পাবনার সুজানগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।বর্তমানে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্মরত আছেন।গত সোমবার (১০ মার্চ ২০২৫ ইং) বাংলাদেশ স্কাউট পাবনা জেলা রোভারের ত্রি-বার্ষিক সম্মেলনে আলী আকবর রাজু সম্পাদক নির্বাচিত হয়।
পদাধিকারবলে পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম সভাপতি মনোনিত হোন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পাবনা শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুজানগর এন,এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,সাঁথিয়ার ধুলাউরি কাওছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন,পাকশি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক।কোষাধ্যক্ষ পদে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আর, এস,এল প্রফেসর বেলাল হোসেন।
কমিশনার পদে সুপারিশ কৃত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আর,এস,এল প্রফেসর নূরুল আলম।যুগ্ম সম্পাদক পদে পাবনা কলেজের আর,এস,এল রফিকুল ইসলাম।ডি,আর,এস,এল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আর,এস,এল রবিউল করিম।আর,এস,এল প্রতিনিধি হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সামছুল আলম।গ্রুপ সভাপতি প্রতিনিধি পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ন কবির, পাবনা ওপেন রোভার স্কাউট গ্রুপ সভাপতি আশরাফুল ইসলাম নিপ্পণ।