lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-01T10:21:03Z
ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীমঙ্গল হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১ মার্চ) কালিঘাট মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।

হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জবন সরকারি প্রাখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ, হাবিবুর রহমান, শ্রীমঙ্গল আইডিয়ালর স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।