lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-25T14:22:35Z
গণহত্যা দিবস

গাইবান্ধায় গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



এ সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন ১৯৭১-এর সেই বীরত্বগাথা ও নৃশংসতার ইতিহাস। স্মৃতিচারণ করেন- বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। 



অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, প্রফেসর আব্দুর রশিদ, তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



বক্তারা, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণ করে স্বাধীনতার চেতনা রক্ষার আহ্বান জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রেরণা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শে উজ্জীবিত করবে।