lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-21T08:18:18Z
ইফতার মাহফিল

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 


মনির হোসেন পিন্টু, (ফরিদপুর)চরভদ্রাসন: 

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের নবান্ন রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, দিলিপ চন্দ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি- আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক- মাহফুজুর রহমান বিপ্লব, কার্য নির্বাহী সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, মনির হোসেন পিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর এর সমন্বয়ক নাঈমুল ইসলাম, ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর প্রচার সম্পাদক- এসএম সাহানসহ আরো অন্যান্য প্রমুখ। 


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, সাড়াঁদেশে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।


পাশাপাশি সকল সাংবাদিকদের একে অপরে প্রতি সম্মান, মমত্ব ও নিজেদের আদর্শ বজায় রেখে  সাংবাদিকতা করার আহ্বান জানান।


একই সাথে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নকে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান।


পরে, অনুষ্ঠানে উপস্থিত সবাই চাপাইনবাবগঞ্জের নন্দিত টেলিভিশন এর রিপোর্টার মো: রহিম ও আশুলিয়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান।


ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, দি সাউথ এশিয়ান টাইমস এর ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম।