lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T14:14:12Z
আইন ও অপরাধ

ডোমারে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ সারাদেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


বৃহস্পতিবার ১৩ই মার্চ সকাল ১১টায় ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে সামাজিক সংগঠন হৃদয়ে ডোমার এর সার্বিক সহযোগিতায় সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ধর্ষণবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


সামাজিক সংগঠন নবজাগরণের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন আরএল একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন নারীর প্রতি সহিংসতা,ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম এবং হেনস্তা কারীদের প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতকরণে প্রশাসনের পদক্ষেপ কামনা করেন তারা।