lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-11T04:26:02Z
ব্রেকিং নিউজ

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ১০মার্চ রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ে আয়োজন করেন দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিদায়ী কমিটি থেকে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার রাইটার এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব হলো সমাজের দর্পণ। তারা ভালো দিক যেমন তুলে ধরে, তেমনি সমস্যাগুলোও সামনে আনে। প্রেসক্লাব থাকার ফলে অনেক বিষয়, যা হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তা আমরা জানতে পারি। আমি বিশ্বাস করি, পাবিপ্রবি প্রেসক্লাব যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। বিদায়ী কমিটিকে শুভকামনা জানাই এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা রাখি, প্রেসক্লাব ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও পাবনার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।