Advertisement
বিনা আক্তার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলায় বারটানের পাঁচ দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপতা জোরদারকরণ প্রকল্পের আওতায পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণার্থীদের নিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়ন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
বারটানেব উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা. আলতাফ-উন-নাহার এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয় । উপজেলা কৃষি অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান এর স্যর্বিক সহযোগিতায় শ্রীরামপুর কৃষি প্রশিক্ষণ হল ১ এবং ২ এ চার দিনব্যাপী এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।
১৬ ই মার্চ রায়পুরা পুষ্টি গ্রামের ৬০ জন কৃষক কৃষাণীদের নিয়ে ২ ব্যচ প্রশিক্ষণ আয়োজন করা হয় । পরবর্তীতে ১৭- ১৯ মার্চ ২৫ তিন দিন ব্যপী প্রশিক্ষণে দুই গ্রুপে মোট ৬০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , উপসহকারি কৃষি কর্মকর্তাগণ, সমাজসেবা অধিদপ্তরের কর্মী , মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী, এনজিও কর্মী, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, এন জি ও কর্মী এবং কৃষান ও কৃষানীগন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি অফিসার , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া অংশগ্রহম করেন।
পাঁচ দিন ব্যাপী এই আয়োজনে ২০ মার্চ ২৫ রায়পুরা উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলের ১১০ জন শিক্ষার্থী নিয়ে স্কুল ক্যম্পেইন বাস্তবায়ন করা হয় ।এই শিক্ষার্থীদের মাঝে পুষ্টি প্লেট, ২টি করে ফলের চারা, নোট প্যাড ও কলম বিতরণ করা হয়।
এ প্রশিক্ষণে জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিভিন্ন বয়সের পুষ্টি , নিরাপদ খাদ্য , সঠিক জীবনাচার, খাদ্যের সংরক্ষণসহ ফলিত পুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।