Advertisement
নাটোর প্রতিনিধি:
'আমার স্বামীর দুইডি পা নাই, দুই মিয়াও বিধবা। নাতিপুতি ল্যিয়া ছাপড়ি ঘরেই কোন রকম বাইচি আছি। আর কয়দিন পর রোজার ঈদ, আমারে তো আর ঈদ নাই। টেকা নাই এজন্য কিচু কিনাও হয়ছিল না। পরে বিকালে বিএনপি সালপাল আইছিল বাড়িত। শাড়ি, চিনি, সেমাই দিয়া গিছে।' কথাগুলো বলছিল নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের ষাটোর্ধ বৃদ্ধা এজেরা বেগম।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমন শতাধিক গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছেন যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার উত্তর ও দক্ষিণ লালপুর গ্রামে লালপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এবিষয়ে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সজিব হোসেন বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই এমন আয়োজন করা হয়েছে। নিদিষ্ট স্থানে অসহায় গরিব মানুষকে ডেকে এসব তুলে দেওয়া যেত, তবে এতে রোজার মধ্যে তাদের অনেক কষ্ট হতো। আবার অনেকেই লাইনে দাঁড়াতে লজ্জা পেত। এসব বিবেচনায় বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পুর নির্দেশনায় আমরা নিজ উদ্যোগে এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।