lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-26T04:25:32Z
জাতীয়

কালো রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধায় ২৫ শে মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কাল রাত স্মরণে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করেছে সর্বস্তরের মানুষ।  প্রগতিশীল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহেব ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। 


এর আগে ২৫ মার্চ মঙ্গলবার রাতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে প্রজ্বলিত মোমবাতি হাতে একটি আলোর  মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিল কারীরা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ করে সংগীতের মাধ্যমে শহর প্রকম্পিত করে তোলেন। 


পরে মিছিলটি পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞের  স্মৃতিচিহ্ন স্টেডিয়াম  সংলগ্ন কপিল শাহের গোডাউন চত্বরে সমবেত হয়ে প্রজ্বলিত মোমবাতি সেখানে সারি সারি সাজিয়ে দেয়। এ সময় বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান  রাফেল ও সংস্কৃতি সংগঠক  অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।  মিছিলকারীরা এ সময় সমস্বরে একাত্তরের গণহত্যায় জড়িত ঘাতকদের শাস্তি দাবি করেন।