lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-02T14:11:28Z
ব্রেকিং নিউজ

শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা আজাদুন্নবী কাজল

Advertisement


 


নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন পাবনা সদর উপজেলা বিএনপি নেতা মো: আজাদুন্নবী কাজল গত (১৪ জানুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক এক আদেশের মাধ্যমে সভাপতি মনোনীত করা হয়।


আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ০৩ এপ্রিল ২০২৪ তারিখের এস, আর, ও নম্বর-৭৪/আইন/২০২৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক তার প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০/০২/২০২৫ খ্রিঃ তারিখ থেকে ০৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হল।


এছাড়াও অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) মোঃ বাছের আলী, শিক্ষক প্রতিনিধি সদস্য (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) মোঃ নুরুজ্জামান,সদস্য সচিব (পদাধিকার বলে) শহীদ অরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক।



এডহক কমিটির সভাপতি আজাদুন্নবী কাজল বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যাতে সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সবার সঙ্গে মতবিনিময় সভা করেছি। ভালো একটি কমিটি যাতে উপহার দেওয়া যায় সেই বিষয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। স্কুলের শিক্ষার মান ও পরিবেশ ফিরিয়ে আনা হবে।


পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, উক্ত বিদ্যালয়ের এডহক কমিটি মনোনিত করা হয়েছে। ৬ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে।