Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মাহফুজ আহমেদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বেড়বাড়ী কলাবাগান বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ পাহাড় কাঞ্চনপুর গ্রামের প্রবাসী আরজু মিয়ার ছেলে এবং বেড়বাড়ী বটতলা নূরানী মাদরাসার ছাত্র। লাশ মঙ্গলবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে কলাবাগান বাজারে রাস্তা পাড়াপাড়ের সময় একটি বালিভর্তি ট্টাক তাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা দাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়।
মাহফুজের মৃত্যুতে তার পরিবার ও প্রতিষ্ঠান,সহপাঠীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।