lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-08T09:12:25Z
আন্তর্জাতিক নারী দিবস

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস পালন

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ, ৮ মার্চ ২০২৫, যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "ভবিষ্যতের জন্য সমতা" প্রতিপাদ্য নিয়ে এ দিনটি উদযাপন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও নারী সংগঠনগুলোর আয়োজনে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।


পরে, উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দা রানী ভোমিক । তিনি তার বক্তৃতায় নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, "বর্তমান সরকার নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের উন্নয়নশীল সমাজে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান ও অন্যান্য  স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা নারী শিক্ষার প্রসার, নারীদের কর্মসংস্থান এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। 


এছাড়া, নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী নারী, পুরুষ এবং শিক্ষার্থীরা নারী-পুরুষ সমতার লক্ষ্যে একসাথে সোচ্চার হন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নারী সংগঠনগুলো এই র‍্যালিতে অংশগ্রহণ করে।


এটি ছিল একটি বিশেষ দিন, যা শুধুমাত্র নারীদের সম্মান জানাতে নয়, বরং সমাজে নারী-পুরুষ সমতার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের দিন হিসেবে পালন করা হয়।