lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-29T09:19:11Z
ব্রেকিং নিউজ

আটোয়ারীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

Advertisement


 


সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পুরো দেশ জুড়ে চলছে মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতরের প্রস্ততি।  হাতে আর সময় নেই বললেই চলে। দু-এক দিনের মধ্যেই মিলবে কাঙ্ক্ষিত চাঁদের দেখা। তাই পঞ্চগড়ের আটোয়ারীতে  শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। 


বিপণি বিতান থেকে শুরু করে সব ধরনের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হতে শুরু করেছে আটোয়ারীর সব পোশাক-পাঞ্জাবী-টুপি, কসমেটিকস থেকে শুরু করে জুতার দোকানগুলো।


ঈদের আনন্দ পরিপূর্ণ করতে নিজের সাধ্যের মধ্যে পরিবারের সবার জন্য নতুন কিছু কেনার জন্য মার্কেটে ভিড় করছেন সব বয়সী ক্রেতারা। কেউ পোশাকের সাথে মিল রেখে জুতা-গয়না কিনছেন। কেউ আবার পছন্দ করছেন রং-বেরঙের পোশাক অথবা জুতা। ছোটরা আবার পছন্দ করছে বিভিন্ন রঙিন পোশাক ও জুতা। আবার  কেউ শেষ মুহূর্তের উপার্জনটুকু দিয়ে পরিবারকে খুশি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।   


মার্কেটে গিয়ে দেখা যায়, উপজেলার সব মার্কেট, বিপণী বিতানগুলোতেও উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু করে অনেক রাত অবধি উপজেলার বিভিন্ন মার্কেট, ফ্যাশন ও বোরখা হাউস সহ বিপণী বিতানগুলো ক্রেতা সমাগমে মুখর হয়ে ওঠেছে পুরো মার্কেট। শিশুদের পোশাক সহ বাহারি সব নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতা আকর্ষণ করার চেষ্টা করছেন। তবে দেশি পোশাকের চেয়ে এবারো পাকিস্তানি কিংবা ভারতীয় পোশাকের চাহিদা তুলনামূলক ভাবে একটি বেশি। 


এছাড়াও গজ কাপড়ের দোকানে ক্রয়-বিক্রয় কম থাকলেও বর্তমানে ভিড় সামাল দিতে দোকানিরা হিমশিম খাচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারো ঈদ মার্কেটে ক্রেতাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মেয়েরা যাচাই বাছাই করে তবেই তাদের পছন্দের জিনিসটি কিনছেন। কেউবা ভিড় এড়াতে আগে ভাগেই পছন্দের কাপড় কিনে রেখেছেন। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা এ দোকান থেকে ও দোকানে, এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন। 


মার্কেট শেষে, সাধ্যের মধ্যে পছন্দের জিনিসটি কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।