lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-28T18:32:45Z
জাতীয়

ঈমাম মুয়াজ্জিনের সম্মানীভাতা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন পৌর প্রশাসক নাজমুল আলম

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে পৌর এলাকার অবস্থিত ২২টি মসজিদের ঈমাম এবং মুয়াজ্জিনদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্মানীভাতা প্রদান করে এই প্রথম বারের মতো বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ । অতিতে এমন পদক্ষেপ কোন মেয়ররাই গ্রহণ করেন নাই।  


শুক্রবার ২৮শে মার্চ বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত সন্মানীভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈমাম মুয়াজ্জিনদের হাতে প্রথমবারের মতো সন্মানী ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরননবী, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।

সন্মানীভাতা বিতরণ অনুষ্ঠানের অতিথিরা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন পৌরসভার ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। তবে ভবিষ্যতে বিষয়টি বড় পরিসরে যেন করা এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ। 

পৌর এলাকার ২২টি মসজিদের ঈমাম এবং মুয়াজ্জিনরা পৌরসভার উদ্যোগে এই প্রথম বারের মতো সম্মানীভাতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এবিষয়ে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ঈমান আলহাজ্ব মাহমুদ বিন আলম জানান, প্রথমবারের মতো পৌর কর্তৃপক্ষের আয়োজনে ধর্মীয় কর্মকান্ডে ঈমাম মুয়াজ্জিনদের মাঝে এমন সহায়তা প্রদান সত্যিকারের প্রশংসার দাবিদার। তবে আমরা দোয়া করি আগামীতে যেন আরও বড় পরিসরে এটি করানো হয়।

মধ্য চিকনমাটি দরিমামুদ জামে মসজিদের পেশ ঈমাম আবু জাফর সিদ্দিক বলেন, পৌর কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ ধরনের সম্মাননা আমাদের দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে, এবং কর্মক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ বলেন, ঈমাম মুয়াজ্জিনরা সমাজের একটি গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন। আমাদের সকলের উচিত তাদেরকে সন্মানিত করা, স্বল্প পরিসরে হলেও এই প্রথমবারের মতো ডোমার পৌরসভায় ঈমাম মুয়াজ্জিনদের জন্য সন্মানীভাতা চালু করা হলো। আমরা চাই ভবিষ্যতে ঈমাম মুয়াজ্জিনদের জন্য বড় পরিসরে এই কার্যক্রম চলমান রাখতে। এটা আমাদের সকলের দ্বায়িত্ব এবং কর্তব্য।


উল্লেখ্য যে, পৌর এলাকায় ২২টি মসজিদের মধ্যে প্রতি মসজিদের ঈমাম এবং মুয়াজ্জিনকে ৫ হাজার করে  টাকা প্রদান করা হয়েছে। এতে ২২টি মসজিদে মোট ১লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

সন্মানী ভাতা প্রদান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ঈমান আলহাজ্ব মাহমুদ বিন আলম।