Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৯টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ২ মার্চ রোববার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সবুজ বলেন, ‘৩ ভাই কাজ করে বেশ কিছু টাকা জমা করেছিলাম। কয়েকদিন আগে গরু বিক্রির টাকাসহ প্রায় ৪ লাখ টাকা বাড়িতে ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।’কলেজ ছাত্র মাসুম বলেন, ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। পড়নের মতো কোনো কাপড় নেই। পড়ার মতো বই নেই। খাবার মতো খাবার নেই। থাকার মতো কোনো ঘর নেই।’ পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রমিজ আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য যাচ্ছি। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে পীরগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে।’