lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-22T15:17:18Z
কৃষি

মাহমুদপুরে গম চাষীদের অংশগ্রহণে এসিআই সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের  মাহমুদপুরে গমচাষীদের অংশগ্রহণে এসিআই সীড কোম্পানির আয়োজনে এসি আই গম ১ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির প্রডাক্ট ম্যানেজার মোঃ গোলাম সোবহান। কালীগঞ্জ রাজা রাজেন্দ্র পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআই সীড কোম্পানির জোনাল সেলস ম্যানেজার অলোক চন্দ্র শীল, ইসলামপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায় এবং মাহমুদপুর বাজারের এসিআই সীড ডিলার শফিকুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া সেলস ম্যানেজার মো হামিদুর রহমান। কৃষকের পক্ষে বক্তব্য রাখেন কৃষক শাহজাহান আলী। এসময় এসিআই সীড কোম্পানির অন্যান্য প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। রাস্ট প্রতিরোধী এবং ব্লাস্ট সহনশীল এই উচ্চ ফলনশীল গমের জাতটি অধিক প্রোটিন সমৃদ্ধ (১৩.০২%) এবং গ্লুটিন  সমৃদ্ধ (৩২.০২%)। তাই এই গম আবাদে দেশের বেকারি শিল্পে গমের চাহিদা পূরন করবে তেমনি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরন করবে। স্থান ভেদে এই জাতটি বিঘায়(৩৩ শতক) ২০ মনের অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয়েছে। স্থানীয় কৃষি অফিস আাশা করছে এসিআই সীডের এই উদ্ভাবিত জাত এসিআই গম১ অত্র অঞ্চল সহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।