Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় সরাসরি জড়িত হাসান শরীফ (২৩) নামের এক কলেজ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ০৪ মার্চ মঙ্গলবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৈচালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান শরীফ তৈচালাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোঃ ফারুকের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের ১ম বর্ষের সভাপতি ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ একটি মুলতবী জিআর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হয়।