lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-14T14:36:35Z
ইফতার মাহফিল

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় নির্দেশক্রমে ও জেলা যুবদলের দিক নির্দেশনায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার ৮ টি ইউনিয়নের ও পৌরসভার ৭২ টি ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ এর উদ্যোগে এ কর্মসূচী পালনে মনিটরিং সেল গঠন করে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ইফতার কর্মসূচী পর্যবেক্ষণ করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। ১৪ মার্চ শুক্রবার পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মনিটরিং সেল এর ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন,ফরহাদ কবির ফুয়াদ,সুজন সরকার, মাহফুজ সরকার, মামুন সরকার,যুবনেতা শরিফুল ইসলাম বাবু, রায়হান সরকার,রাজু সরকারসহ অন্যান্যরা। অপরদিকে পৌর  ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ এলাকাসহ উপজেলার অন্যান্য এলাকায় উপস্থিত ছিলেন ও ইফতার মাহফিলে অংশ নেন।