lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-19T16:42:01Z
ব্রেকিং নিউজ

সমকামী প্রেম অতঃপর ঘর ছেড়েছেন দুই কিশোরী

Advertisement


 


নাটোর জেলা প্রতিনিধি:

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত একবছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে নিখোঁজ হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুইজনই এবছর স্থানীয় দুইটি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশ নিবে। 

দুই কিশোরীর পরিবারের লোকজন জানায়, দু'জনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুইজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান হলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দু'জনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। সে থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়।

গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হন তারা। পরে তারা দুইজনই আর বাড়ি ফিরে নি।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এর আগেও একবার এমন হয়েছিল। গতকাল থেকে তারা দুইজনই নিখোঁজ। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডাইরি করেছেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে) উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।