lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-12T10:00:34Z
আইন ও অপরাধ

পোরশায় অনৈতিক কাজের সময় সেনা সদস্য সহ ৩ যুবক আটক

Advertisement




পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরসায় গতকাল রাত ৮টায় নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় এক সেনা সদস্য সহ তিন যুবককে আটক করা হয়েছে।। 

স্থানীয়দের কাছে জানা যায় গত রাত ৮টায় সাপাহার উপজেলার জাল শুকা গ্রামের মোঃ মেহেদী হাসান (২০) ,মোঃ শামীম আলী  (৩০) ,মোঃ শামীম ইকবাল (২০),সহ এক সেনা সদস্য উক্ত গ্রামের মোঃ আখতারুল ইসলামের বাড়িতে আসে এবং তার মেয়ে মোছাঃ সানোয়ারা বেগম  (২৮) এর শহীদ কাজে লিপ্ত হয় ।এমতাবস্থায় গ্রামবাসী জানতে পেরে ট্রিপল লাইনে ফোন দিয়ে থানা কে অবহিত করে তখন পোরশা থানা ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে ফোর্স পাঠায় এবং আসামিদের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।আইনি ব্যবস্থা গ্রহণ করে ৩ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে এবং সেনা সদস্যকে  সেনাবাহিনী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

 এলাকাবাসীর  জানান ,মেয়েটি মোঃ সানোয়ারা বেগম অনেকদিন ধরে অনৈতিক কাজ করে আসছিল। গ্রামবাসী অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারে নাই এ অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে সমাজের যুবক ছেলেদের এ অনৈতিক কাজ থেকে ফিরে আনার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করে।