lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-27T15:08:41Z
সড়ক দুর্ঘটনা

লালপুরে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার, নিহত বাবা-মেয়ে

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার কইপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে শাহরিয়ার শাকিল (৩৬) ও তার দুই বছরের মেয়ে সামায়রা খাতুন। এবং আহতরা হলেন, শাহরিয়ার শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬) ও চালকের নাম জানা যায় নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী প্রাইভেটকার পাবনা- বনপাড়া সড়কের গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে চুমড়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার শাকিল ও তার শিশু কন্যাকে মৃত ঘোষণা করেন এবং চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। 


বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।