lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-29T17:31:32Z
ইফতার মাহফিল

আটোয়ারীতে স্টুডেন্ট'স এলায়েন্সের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন "স্টুডেন্ট'স এলায়েন্স" এর উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (২৯ মার্চ) বিকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'স্টুডেন্ট'স এলায়েন্স আটোয়ারী' নামে ওই সংগঠন কর্তৃক এই ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। 



এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা বিএনপির আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ   উপস্থিত ছিলেন। এছাড়াও সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটিতে অধ্যায়নরত আটোয়ারী উপজেলার দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আত্মা মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেয়া, গরীব অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, আটোয়ারী উপজেলার বাইরে অর্থ্যাৎ রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের উদ্দেশে গত বছরের ১৪-ই ডিসেম্বর "স্টুডেন্ট'স এলায়েন্স আটোয়ারী, পঞ্চগড়" নামে এই অরাজনৈতিক ও সেচ্ছাসেবী মূলক সংগঠনটির সূচনা হয়।