Advertisement
নির্জনতার এ - বেশে মৌনতার শেষে
মন উড়ে - উড়ে সহসা একগাল হাসে!
হাসির সেই আড়ালে থাকে যে অহাসি
কেবা তা বোঝে গো:বেদনাকে ভালবাসি!
রাশি - রাশি যে ব্যথা , অকথন যে কথা
মনে তা থাকে জমা - যাহা নয় অযথা!
শুদ্ধতার হা - ভাতে জানি শুদ্ধতা ভুল
ঊষর সাহারায় ফোটে না কোন ফুল!
মৌনতায় খুঁজি অপরূপ এক হাসি
ব্যথার চেয়ে কোথায় সুখ আছে বেশি?
মনো আধারে আজো সব ছোটে সজোরে
বৃত্তের বলয়ে ব্যথা গুলো যায় সরে!
আঁধারের আলোতে জেগে ওঠা সে ভোরে
পৃথিবী রঙ্গিন হয় ------- আঁধারের পরে