lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-08T11:49:01Z
ধর্ম

সালথায় শুরু হচ্ছে‘ঐশীবাণী পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা

Advertisement


 

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাহে রমজান উপলক্ষে মরহুম আলহাজ্ব আব্দুর রহমান মোল্লার স্মরণে সালথা উপজেলা  ব্যাপি শুরু হচ্ছে‘ঐশীবাণী পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা।


১৩ মার্চ-২০২৫ বৃহস্পতিবার থেকে সালথা উপজেলাধীন কিত্তা গ্রামের আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় তিনটি গ্রুপে ভাগ করে শুধু মাত্র সালথা উপজেলার হাফেজদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আশরাফ ও ঐশীবাণী পবিত্র কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক-গ্রুপ ২০পারা, খ-গ্রুপ ১০পারা, গ-গ্রুপ ৫পারা কোরআনের হাফেজরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


এই প্রতিযোগিতায় সালথা উপজেলার যে সকল হাফেজগণ অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়েছেন হাফেজ মনিরুজ্জামান সাহেব ও মুফতি সালাউদ্দিন সিদ্দিকী।


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আশরাফ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার পিতা মরহুম আলহাজ্ব আব্দুর রহমান মোল্লার স্মরণে সালথা উপজেলার হাফেজদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। হাফেজদেরকে বাছাই করে ক-গ্রুপ ২০পারা, খ-গ্রুপ ১০পারা, গ-গ্রুপ ৫পারা হিসেবে ভাগ করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৭জনকে নির্বাচিত করা হবে।


তিনি আরো বলেন, আমরা রেজিট্রেশন পর্ব শুরু করছি। আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানচ্ছি।’অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।