Advertisement
পাবনা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭ মার্চ বিকাল ৫ টার সময় আতাইকুলা বাজার মাস্টার প্লাজার কাশফুল চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোহনা টিভি জেলা পূর্বের প্রতিনিধি মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম, মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, আতাইকুলা সড়াডাঙ্গী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হেলাল উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত বিশ্বাস,বিএনপির পাবনা জেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাজী সমিতির জেলা সেক্রেটারি হাসিবুর রহমান রুমি, জামায়াতে ইসলামী আর আতাই কুলা ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, ভুল বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাতাব উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ সাইফুল ইসলাম, গনঅধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নবির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মালেক, যুবদল নেতা রাসেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান মামুন, ভুল বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাগর আওয়াল লালু, সাবেক সহ-সভাপতি হেলাল, সাথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, আতাইকুলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশবার্তা পাবনা জেলা প্রতিনিধি মোঃ নুরুন্নবী, খালেকুজ্জামান পান্নু, তাইজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।