lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-12T10:18:44Z
আইন ও আদালত

মাদারগঞ্জে মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জে মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা ও  অনুমোদনহীন ফিজিশিয়ান রাখায় ৩ ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জামালপুর ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বালিজুড়ী বাজারের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালানো হয়। 



এসময় মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখা,ড্রাগ লাইসেন্স না থাকা ও অনুমোদনহীন ফিজিশিয়ান রাখার অপরাধে  ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এ আকন্দ ড্রাগস হাউজকে ২৫ হাজার, মেয়াদউর্ত্তীণ ঔষধ রাখায় বিসমিল্লাহ মেডিসিন কর্ণারকে ১০ হাজার ও সৈনিক মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


 ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ছায়েদা খানম লিজা। এসময় তিনি সাংবাদিকদের বলেন,সতর্কমূলক হিসেবে অভিযুক্ত ৩ ফার্মেসীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন  তিনি। এসময়  ঔষধ প্রশাসন অধিদপ্তর জামালপুর এর পরিদর্শক ( অতিঃ দাঃ)  মোঃ জাহিদুল ইসলামসহ মাদারগঞ্জ মডেল থানা পুলিশের দল ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।