Advertisement
মীর ইমরান -মাদারীপুর: মাদারীপুরের শিবচরে সন্ন্যাসীর চর উনিয়ন বিএনপির কর্মীসভা প্রধান অতিথির বক্তব্যে কামাল জানান নুরুউদ্দিন মোল্লা বলেন শেখ হাসিনা কয়েক লক্ষ কোটি টাকা লুট ও শত শত মানুষ হত্যা, পালিয়েছে বাংলাদেশের মাটি আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হবে।
তিনি আরো বলেন আ'লীগ বিগত ষোল বছরে মাদারীপুর-এক (শিবচর)র যা উন্নয়ন করেছে তার চেয়ে বেশি লুট করেছে,আমি যদি বিএনপির থেকে নির্বাচিত হতে পারি বিগত সময়ের চেয়ে বেশি উন্নয়ন করবো।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুউদ্দিন মোল্লা বলেন ভারতের কাছে আমাদের কিছুই শেখার নেই আমাদের পানি দিয়ে ভাসিয়ে দিয়ে যে পরিমাণ ক্ষতি করবে,আমরা সেই ক্ষতির পরিমাণ টাকা দিয়ে আরো একটি বাঁধ নির্মাণ করে ভারতকে পানি নিচে তলিয়ে দিতে পারবো।
শনিবার ( আঠাশ ফ্রেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলা সন্ন্যাসীরচর খাসের হাট মাঠে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন , শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান, মোহাম্মাদ আজমল হোসেন খান সেলিম, মোহাম্মদ দাদন ঢালী, শিবচর বিএনপি। শহিদুল ইসলাম ( শহীদ চেয়ারম্যান),এসএম জাহাঙ্গীর সরদার,সভাপতি ভদ্রাসন ইউনিয়ন বিএনপি ও সদস্য শিবচর উপজেলা বিএনপি।মোহাম্মদ মজিবর রহমান (শিশু মিয়া)সভাপতি দত্তপাড়া ইউনিয়ন বিএনপি।মাহবুব মাদবর, মোহাম্মদ মাহাবুব মাদবর,গিয়াস উদ্দিন মৃধা, মোহাম্মদ দাদন মোল্লা সাবেক সভাপতি কৃষক দল শিবচর, মোহাম্মদ জসিম মৃধা- যুবদল নেতা, সাইদ হাসান সিহাব, পৌর ছাত্রদল আহ্বায়কসহ শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।