Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :
আলফাডাঙ্গা শিরগ্রাম গরানিয়ার ঐতিহ্যবাহী কাজী পরিবারের সন্তান তরুণ সমাজ সেবক কাজী শহিদুল ইসলাম সজল এবার পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ী বিতরণ করেছেন।
উপজেলার সুবিধাবঞ্চিত ভ্যানচালক,কৃষক,বিভিন্নভাবে অবহেলিতদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন শহিদুল ইসলাম সজল।।
গৃহিনী পারুল বলেন, সজল ভাই সব সময় বিপদে-আপদে পাশে থাকে তার নতুন শাড়ী দিয়েই এবার ঈদ করবো।ভ্যানচালক,হারেজ বলেন স্ত্রীর জন্য শাড়ী উপহার পেয়ে খুব খুশি।
কাজী শহিদুল ইসলাম সজল বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এবার আমার উপজেলার বিভিন্ন গ্রামে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি ইনশাআল্লাহ্ আগামীতেও অব্যাহত থাকবে।