lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-24T13:46:19Z
আইন ও অপরাধ

দোয়ারাবাজারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে হুমকি

Advertisement


 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের  দোয়ারাবাজার উপজেলার ৮ং বোগলা ইউনিয়ন এর আওয়ামীগ এর দোসর  মোতাবেক  ( ২৪ মার্চ) সোমবার নিউজ প্রকাশের জেরে ৯ং সুরমা ইউনিয়ন এর সামনে হুমকি প্রদর্শন করে।  সরকারি টিসিবির  নিউজ সংগ্রহ করায় সাংবাদিকেকে দেখে ডেকার দিয়ে গা মারে, বরকত নগর গ্রামের মোটরসাইকেল ডাইভার এমদাদুল হক প্রাণে রক্ষা করেন। যে কোন সময় মেরে ফেলবে  হুমকি দিয়েছেন। এমনকি দশটা সাংবাদিক তার পকেটে থাকে বলে জনসম্মুখেও সাংবাদিককে এমন     

মন্তব্য করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এর মোবাইল ফোনে কল করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য  সম্ভব নেওয়স হয়নি।                                                  

 এ বিষয়ে সহকারী কমিশনারকে অবহিত করলেন অভিযোগ দায়ের পরামর্শ দেন।এবং অভিযোগ দায়ের পর আইনগত ব্যবস্থা দিবেন বলে আশ্বস্ত করেন।