lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-26T15:16:20Z
গ্রেফতারমাদক

রামগড়ে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement



মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ অরবিন্দ চন্দ্র দাস রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ।



বুধবার (২৬ মার্চ) সকালে রামগড় পৌরসভার বাজার এলাকায় ৩০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়। 



গ্রেফতারকৃত অরবিন্দ চন্দ্র দাস রাজিব রামগড় পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মাখন লাল দাসের ছেলে। 



পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) মোহাম্মদ আনিস উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।



অভিযানকালে পৌরসভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী মার্কেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৩০ লিটার চোলাই মদ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।



রামগড় থানার অফিসার্স ইনচার্জ  মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ   আদালতে সোপর্দ করা হয়।