মঙ্গলবার 25 মার্চ 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-21T08:37:22Z
ইফতার মাহফিল

সতেরো বছর পর কয়েক হাজার রোজাদারদের সাথে ইফতার করলেন বিএনপির নেতা নূরউদ্দিন মোল্লা

Advertisement
 

মীর ইমরান-মাদারীপুরঃ 

মাদারীপুর-১(শিবচর)  বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কামাল জামান নূরউদ্দিন মোল্লা,নির্বাচনিয় এলাকায়,শিবরায়ের কান্দিতে,নিজ বাড়িতে ,শিবচর উপজেলার ও  পৌরসভা বিএনপির উদ্যোগ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷  

বৃহস্পতিবার (বিশ মার্চ ) শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক,কামাল জামান নুরুদ্দিন মোল্লার, উদ্যোগে যদোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কাজী হুমায়ন কবির,মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,সোহরাব হোসেন হাওলাদার,মাদারীপুর জেলা বিএনপির ,যুগ্ম আহ্বায়ক , মোহাম্মদ মিজানুর রহমান মুরাদ,মাদারীপুর জেলা যুবদল সদস্য সচিব , মোহাম্মদ মনিরুজ্জামান ফকু,হাজী শাজাহান হোসেন সাজু মোল্লা ,যুগ্ন আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি,শাহাদাত হোসেন খান,(সাবেক কমিশনার) যুগ্ন আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি,শহীদুল ইসলাম শহীদ (চেয়ারম্যান),আজমুল হুদা সেলিম খান,যুগ্ন আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি,মজিবর রহমান শিশু মিয়া,শিবচর উপজেলা বিএনপির নেতা,শহিদুল ইসলাম স্বপন,জেলা যুবদল নেতা,তাজউদ্দীন মোল্লা তাজ,শিবচর উপজেলা বিএনপির নেতা, মোঃ শাহিন গোমস্তা শিবচর পৌর যুবদল নেতা ,শিবচর যুবদল নেতা জসিম মৃধাসহ শিবচর উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নূরউদ্দিন মোল্লা উপস্থিতি হয়ে উপস্থিত রোজাদারদের উদ্দেশে বলেন হাসিনা উপর যদি আল্লাহ তায়ালার গজব নাজিল না হত,তাহলে আজ আমি আপনাদের সাথে দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত হতে পারতাম না, এসময় প্রায় দশ হাজার রোজাদারদের ইফতার সম্পন্ন করান।