lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-05T13:29:03Z
আইন ও অপরাধ

রামগড়ে পারিবারিক জমি থেকে বালু উত্তোলন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ১

Advertisement


 


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া পারিবারিক জমি থেকে বালু উত্তোলন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে এক ভাই আহত হয়।


গতকাল মঙ্গলবার ৪মার্চ রাতে ছোট ভাই জানু মিয়া (৪৭) চেয়ারের আঘাতে মারাত্মক ভাবে  আহত হয় বড় ভাই আব্দুর রহমান (৫২)। 



আহত আব্দুর রহমান জানান, জানু মিয়া আমার ছোট ভাই, তার সাথে জমি নিয়ে আমার তর্ক বির্তক হয়, বাবার সম্পত্তি ভাগ হওয়ার পর জানু মিয়া বোনদের সম্পত্তি না দিয়ে সে জমিতে জোর করে বালু উত্তোলন করছে দীর্ঘদিন যাবত, সে আওয়ামী লীগের কর্মী হওয়ায় ভয়ে আমার বোন, বোনাই এবং আমরা কেউ সম্পত্তি নিয়ে কথা বলতে পারিনি, এক পর্যায় পারিবারিক সম্পত্তির একটা সমাধান করা হয়, যে জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট বোন লায়লার অংশ, তাদের ভাগের জমি থেকে জানু বালু উত্তোলন করবে, আর ছোট বোনকে  এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়, পরবর্তীতে টাকাও দিয়েছে, গতকাল বিকেলে সব কিছু সমাধান হওয়ার পর রাতের বেলায় আমার আরেক ছোট বোনের জামাই জসিম দর্জি  কথা আছে বলে ডেকে তার ঘরে নিয়ে যায়, আমি যাওয়ার পর আমার ছোট ভাই জানু কোন কথাবার্তা ছাড়াই আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে এর পর আর আমি বেহুশ হয়ে যাই । এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



আহতের বোন জামাই  নুর হোসেন জানান, যে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে সে জমিটা  আমার শশুর গফুর মিয়ার নামে।পারিবারিক ভাবে আমার স্ত্রী লায়লা বেগম বালু  উত্তোলনের জমিটা তার ভাগে পেয়েছে, কিন্তু জানু মিয়ার দখলে থাকাতে জমিটা আমার স্ত্রী দখল করতে পারেনি, অনেকবার পারিবারিক বিচার হয়েছে কিন্তু কোন সমাধান করা সম্ভব হয়নি , আমার স্ত্রীর বড় ভাই আব্দুর রহমান তিনি বোনদের সম্পত্তি বুঝে দেওয়ার জন্য সব সময় বলতেন এই জন্যেই তার মাথা ফাটিয়ে দিলেন ছোট ভাই জানু মিয়া।



ঘটনার বিস্তারিত জানতে একাধিক বার  মুঠোফোনে জানু মিয়ার সাথে যোগাযোগে করার চেষ্টা করেও  তাকে পাওয়া যায়নি। 



রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক ডাঃ বিজয় মজুমদার জানান,  মারামারি ঘটনায় আব্দুর রহমান নামে এক ব্যক্তি হাসপালে ভর্তি হয়েছে, তার মাথায় মারাত্মক জখম হয়েছে এবং অনেকগুলো  সেলাই করতে হয়েছে চিকিৎসা চলমান রয়েছে।