lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-22T15:45:46Z
মানববন্ধন

দোয়ারাবাজারে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

Advertisement


 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ফিলিস্তিনি মুক্তিকামী জনগণের উপর ইসরাইলের সন্ত্রাস দ্বারা বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার সর্বস্তরের মুসলমান ও তৌহিদি জনতা।


শনিবার (২২ মার্চ) বাদ যোহর উপজেলা সংবাদদাতা সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার কেন্দ্রীয় মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শুরু করেন।


এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। 


এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, মৌলভী বাশির আহমদ, মাওলানা মাহবুব আলম, মাওলানা রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য রাজিব আহমদ।