lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-11T11:42:59Z
ব্রেকিং নিউজ

বেনাপোলে ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

Advertisement


 


ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।


মঙ্গলবার সকালে প্রতিবাদ র‌্যালি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়।


মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়। 


প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।